Jogg AI Purchase Issue

Dec 11, 2024 5:07 pm

প্রিয় গ্রাহক,



অনেকেই খুবই আগ্রহের সহিত Jogg AI ক্রয় করার জন্য আমাদের কাছে প্রি অর্ডার করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটি ক্রয় করতে পারি নি। তাই সকলের টাকা রিফান্ড করে দিয়েছি।


সফটওয়্যারটি ক্রয় করতে না পারায় অনেকেই ভীষণ কষ্ট পেয়েছেন। আসলে আমাদের চেষ্টার কোন ত্রুটি ছিল না। আমরা দ্বিতীয়বার আবারও আপনাদের সাথে নিয়ে একটি পদক্ষেপ নিতে চাচ্ছি।


আপনি কি Jogg AI এর জন্য একান্তই আগ্রহী?

যদি আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনার সাথে একটি বিষয় শেয়ার করতেছি।


যেহেতু বাংলাদেশ থেকে বছরে ১০-১২ হাজার টাকা দিয়ে Jogg AI ব্যবহার করার মত লোক খুব কম আছে। তাই আমরা একটি প্লান করেছি। একটা অ্যাকাউন্ট ২-৩ জন মিলে ব্যবহার করবেন। যেহেতু এটি দিয়ে আমরা আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারব, সেই দিক থেকে এটি ২-৩ জনের মধ্যে শেয়ার হলে কোন ইস্যু থাকবে না।


বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?

যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার মতামতের উপর ভিত্তি করে পরবর্তী স্টেপ গ্রহণ করব। আপনি চাইলে এ বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত শেয়ার করতে পারেন। আমরা সেটিকে সাদরে গ্রহণ করব।



আমরা অন্যান্য সফটওয়্যার এর সঙ্গে Jogg AI এর তুলনা করে দেখেছি। Jogg AI সবচেয়ে যুগোপযোগী একটি সফটওয়্যার বলে আমরা মনে করি। যদি আপনি একান্তই Jogg AI এর প্রতি আকৃষ্ট হয়ে থাকেন, তাহলে ১ বছরের জন্য ৬০০০ টাকা দিয়ে অ্যাক্সেস নিতে পারেন।


সাধারণত আমরা ২০০ থেকে ৩০০ মিনিটের জন্য InVideo AI কিংবা Zebracat AI সফটওয়্যার এ মান্থলি ৮০০০-২০০০০ টাকা ব্যয় করে থাকি। সেই দিক থেকে Jogg AI বাৎসরিক ৬০০০ টাকা কোন ব্যাপার নয়। আপনি বিবেচনা করে দেখতে পারেন।


ধন্যবাদ

Comments