অথোরিটি এইড সিক্রেট কমিউনিটি এবং লাইভ প্রজেক্ট প্রি-সাবস্ক্রিপশন ক্লোজড!


১৭ মার্চ ২০২২ থেকে অথোরিটি এইড সিক্রেট কমিউনিটি এবং লাইভ প্রজেক্টে প্রি-সাবস্ক্রিপশন বন্ধ হয়ে গেছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্য়ন্ত এই ধারা অব্যাহত থাকবে।


উল্লেখ্য, ১০ মে ২০২২ থেকে লাইভ প্রজেক্ট শুরু হবে। এবং লাইভ প্রজেক্টের মেম্বারদের সাথে আলেোচনা সাপেক্ষে এই বছরেই সিক্রেট কমিউনিটির যাত্রা শুরু হবে, ইনশাআল্লাহ।


আরও কিছু জানার থাকলে মেইল করুন আমাকে।


প্রজেক্ট শুরু হবার আগে আরও কিছু মেম্বার নেয়ার প্ল্যান আছে। আপনি চাইলে বিস্তারিত জানার জন্য ইমেইল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে। যথাসময়ে তথ্য পেয়ে যাবেন, ইনশাআল্লাহ।


উল্লেখ্য, এটা পেইড, ফ্রি নয়। অর্থাৎ লাইভ প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য ১০৫০০ টাকা পে করতে হবে। এটা ৫০% ডিসকাউন্ট ফি। মে মাসের ০৩ তারিখ থেকে এই ফি ২১০০০ টাকা হয়ে যাবে। আপনি যদি ফিটা পে করতে ক্যাপাবল না হয়ে থাকেন, এই প্রজেক্টে অংশগ্রহণ করতে নিরুৎসাহিত করছি। কোনোভাবেই পরিবারের কাছ থেকে এনে, কিংবা অন্য কোনোভাবে লোন করে এই ফি পরিশোধ করা যাবে না। এছাড়াও আপনি লাইভ প্রজেক্ট করতে গেলে ডোমেইন-হোস্টিং, আর্টিকেল, এবং আনুষঙ্গিক আরও কিছু খরচ লাগবে। সুতরাং আপনি যদি এগুলো বহন করতে না পারেন তাহলে এই লাইভ প্রজেক্ট প্রোগ্রামে জয়েন করা থেকে বিরত থাকুন, প্লিজ!

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.